Select Page

ঢাকার জয়া আবারও কলকাতায়

ঢাকার জয়া আবারও কলকাতায়

joya ahsan

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘শবর দাশগুপ্ত’ নিয়ে আবারও পর্দায় আসছেন নির্মাতা অরিন্দম শীল। ‘ঈগলের চোখ’ নামের ওই সিনেমায় দ্বিতীয়বারের মতো অরিন্দমের পরিচালনায় অভিনয় করবেন জয়া আহসান। আর বরাবরের মতো শবর সিনেমায় থাকছে অডাল্ট তকমা।

অরিন্দম শীল প্রথম আলোকে বলেন, “নারীদের ওপর যৌন নির্যাতনের কথা বেশি শোনা যায়। কিন্তু পুরুষেরাও একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এটিও বড় অপরাধ। তাতে অনেক পুরুষের জীবন অন্য রকম হয়ে পড়ে। ‘ঈগলের চোখ’ ছবিতে তেমনই একটি চরিত্র বিষাণ। তার স্ত্রী শিবাঙ্গী। ছবির অনেকটা অংশজুড়ে রয়েছে তার সংগ্রামের গল্প। এই চরিত্রেই অভিনয় করছেন জয়া আহসান।”

জয়া সম্পর্কে তিনি বলেন, ‘জয়া খুবই মেধাবী একজন অভিনেত্রী। যেকোনো চরিত্রকে ধারণ করে ও নিজের মতো করে তা তুলে ধরে। অসাধারণ! ওর অভিনয়ক্ষমতা ওকে দর্শকের অনেক কাছে নিয়ে গেছে। কলকাতায় জয়া এখন খুবই জনপ্রিয়।’

কলকাতায় এর আগে অরিন্দম শীলের ‘আবর্ত’, এরপর ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে অভিনয় করেন জয়া। ‘ঈগলের চোখ’র শুটিং শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। সিরিজটির মূল চরিত্রে আবারও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এ দিকে বৈশাখে বাংলাদেশে মুক্তি পাবে জয়ার নতুন সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু‘। সিনেমাটিতে তার বিপরীতে আছেন শাকিব খান।

 


মন্তব্য করুন