Select Page

ঢাকার দুই সিনেমায় কলকাতার মিমি

ঢাকার দুই সিনেমায় কলকাতার মিমি

mimi

বাংলাদেশের সিনেমায় কলকাতার খ্যাত-অখ্যাত তারকাদের পদচারণা থেমে নেই। সে মিছিলে দুটি সিনেমা নিয়ে সামিল হতে যাচ্ছেন মিমি চক্রবর্তী।

৪ দশক আগে বলিউড সিনেমা ‘শোলে’ অবলম্বনে বাংলাদেশে ‘দোস্ত দুশমন’ নির্মাণ করেন দেওয়ান নজরুল। অভিনয়ে ছিলেন সোহেল রানা, ওয়াসিম, শাবানা, সুচরিতা, জসীম প্রমুখ। সেই সিনেমাটির রিমেক করছেন বিজয় খান। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন ‘দোস্ত দুশমন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন জয় চৌধুরী, অমিত হাসান ও নীড়।

পরের জানানো হয়, নির্মাতা বিজয় খান অভিনয় করবেন টালিগঞ্জের নায়িকা মিমি চক্রবর্তীর বিপরীতে।

এদিকে ‘বাপজানের বায়োস্কোপ নির্মাতা রিয়াজুল রিজু নতুন সিনেমার জন্য মিমিকে পছন্দ করেছেন। সংবাদমাধ্যমকে রিজু বলেন, ‘প্রাথমিকভাবে মিমি চক্রবর্তীর সঙ্গে আলোচনা চলছে। সব কিছু মিলে গেলে কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রীকে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।’


মন্তব্য করুন