Select Page

ঢাকার সিনেমায় কলকাতার রাতাশ্রী

ঢাকার সিনেমায় কলকাতার রাতাশ্রী

ratasri-datta

শিগগির বাংলাদেশের বড়পর্দায় দেখা যাবে কলকাতার মডেল রাতাশ্রী দত্ত। মিজানুর রহমান লাবুর ‘তুখোড়’-এ তার বিপরীতে রয়েছেন নবাগত শিবলী নোমান।

মঙ্গলবার হয়ে গেল সিনেমাটির মহবাংলাদেশের মনোরম লোকেশনের পাশাপাশি এ ছবিটির শুটিং হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনিতে। ছবির গানের সুর ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন বেলাল খান, প্রসেনজিত চট্টোপাধ্যায় (কলকাতা) ও তানভীর আলম সজীব।

শুটিং শেষে বর্তমানে চলচ্চিত্রটির ডাবিংয়ের কাজ চলছে। মাহমুদুল হক রাজীবের কাহিনী ও এহতেশামুল হক সানজিবের প্রযোজনায় ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, সামিহা খান, সাদিয়া সোমা, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরী ও আইটেম সংয়ে পারফর্ম করেছেন স্টানিং মিতু।

ছবিটি প্রসঙ্গে মিজানুর রহমান যুগান্তরকে বলেন, ‘চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসাই আজ আমাকে নির্মাতা বানিয়েছে। পরিবারের সবাই যাতে নির্মল বিনোদনের সুযোগ পায় সে কথা মাথায় রেখেই তুখোড়ের প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে।’

নায়িকা রাতাশ্রী বলেন, ‘আমি কলকাতার হলেও অভিষেক ঢাকার চলচ্চিত্রের মাধ্যমে। তবে বাংলাদেশে কাজ করতে এসে আমার একটিবারের জন্যও মনে হয়নি আমি অন্য দেশে কাজ করছি। তুখোড়ের একটি সুন্দর টিমওয়ার্ক একটি ভালো ফল দেবে বলে আমার বিশ্বাস।’


মন্তব্য করুন