Select Page

‘আয়নাবাজি’তে ৪ সংশোধন

‘আয়নাবাজি’তে ৪ সংশোধন

Aynabaji

৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগে মঙ্গলবার প্রিমিয়ার হলো অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’র। এর আগে ২৬ এপ্রিল সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের জন্য সেন্সর সনদ লাভ করে।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, চারটি সংশোধনের মাধ্যমে ‘আয়নাবাজি’ ছাড়পত্র পায়। তবে সিনেমাটির দৈর্ঘ্যে কোনো হেরফের হয়নি।

সংশোধনগুলো হলো—

১. চলচ্চিত্রটির অশ্লীল সংলাপ— …. পুলিশ আমাকে দৌড়ের ওপরে রাখছে, …. ….. মধ্যে বাড়ি মারব। এই বয়সে আর কি মারা খাওয়া চলে।’ এর অডিও অফ করা হয়েছে।

২. পুলিশের ভ্যানে আসামি পরিবর্তনের দৃশ্যটি কর্তন ও সংযোজনের মাধ্যমে সংশোধন করা হয়েছে।

৩. ধূমপান ও মদ্যপানের দৃশ্যে সতর্কতাবাণী সংযোজন করা হয়েছে।

৪. কালার, ডাবিং, সাউন্ড-সহ সামগ্রিক কারিগরি ত্রুটি সংশোধন করা হয়েছে।

‘আয়নাবাজি’তে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন। প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড।


মন্তব্য করুন