Select Page

‘ঢাকা অ্যাটাক’র মুক্তির দিনক্ষণ চূড়ান্ত

‘ঢাকা অ্যাটাক’র মুক্তির দিনক্ষণ চূড়ান্ত

দেড় বছর আগে শুটিং শুরু করা ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সব কাজই শেষ হয়েছে। গত বছরের নভেম্বরে ইউটিউবে মুক্তি পেয়েছিল সিনেমার ফার্স্ট লুক। সেন্সর ছাড়পত্রের জন্য এখনো সিনেমাটি জমা না দিলেও রোববার দুপুরে নির্মাতা দীপঙ্কর দীপন প্রথম আলোকে মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন।

বললেন, আগামী ৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢাকা অ্যাটাক। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকা অ্যাটাক সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।


মন্তব্য করুন