Select Page

‘ঢাকা অ্যাটাক’ দেখতে হল ভাড়া করবেন মাহির স্বামী

‘ঢাকা অ্যাটাক’ দেখতে হল ভাড়া করবেন মাহির স্বামী

দেশের ১২২টি সিনেমা হলে মুক্তি পেল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আরিফিন শুভ। বিয়ের পর এটাই মাহির প্রথম ছবি, যা সারা দেশে মুক্তি পেল। আর এটি নিয়ে ভীষণ আনন্দিত মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। এর আগে মাহির কোনো চলচ্চিত্র দেখেননি অপু। তিনি এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে ছবিটি দেখতে ভাড়া করবেন হল।

বৃহস্পতিবার ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রিমিয়ারের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় মাহিকে দেখেন অপু। তিনি বলেন, ‘এর আগে আমার বড় পর্দায় মাহির ছবি দেখা হয়নি। গতকালই প্রথম দেখলাম। এর আগে টিভিতে একটি ছবি দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশপাশের সবাই প্রশংসা করছে, কাজের জন্য উৎসাহ দিচ্ছে। বিষয়টা আমি স্বামী হিসেবে এনজয় করছি।’

পর্দা আর বাস্তবের মাহির অনেক পার্থক্য রয়েছে। অপু বলেন, ‘আমি মাহির সঙ্গে অনেক ছবির শুটিংয়ে গিয়েছি, তার অভিনয় দেখেছি। এমনিতে মাহি যখন কোনো ছবিতে অভিনয় করে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে বা আমার পরিবারের সঙ্গে সময় দেয়, তখন আমার কাছে একই রকম মনে হয়। কিন্তু এই ছবিতে যখন দেখলাম তখন মনে হলো, আমি ভিন্ন এক মাহিকে দেখছি। সে সময় ছবির চরিত্রের মাহির মাঝে আমার স্ত্রী মাহিকে হারিয়ে ফেলেছিলাম আমি।’

পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়ে নায়িকা স্ত্রীর অভিনয় দেখতে বিশেষ আয়োজন করতে যাচ্ছেন বলে জানান অপু। তিনি বলেন, ‘এরই মধ্যে আমার বন্ধু ও আত্মীয়রা সবাই আমাদের সঙ্গে ছবিটি দেখতে চাচ্ছে। আমিও তাদের কথা দিয়েছি, চলতি সপ্তাহে সবাইকে নিয়ে ছবিটি দেখব। এ জন্য একটা শোর জন্য সিনেমা হল ভাড়া করতে হবে আমাকে। এরই মধ্যে সিনেমা হলের মালিকের সঙ্গে আমার কথা হয়েছে। মাহি এখন লালমনিরহাটে একটি ছবির শুটিং করছে। তার সঙ্গে কথা বলে তারিখ ঠিক করে নেব।’


মন্তব্য করুন