Select Page

‘ঢাকা অ্যাটাক’ পাইরেসিকালে ধরা পড়েছে একজন, স্টার সিনেপ্লেক্সে বেড়েছে হল

‘ঢাকা অ্যাটাক’ পাইরেসিকালে ধরা পড়েছে একজন, স্টার সিনেপ্লেক্সে বেড়েছে হল

ঢাকা অ্যাটাক‘ পাইরেসি রোধে বেশ তৎপর রয়েছে সিনেমাটির টিম। একজনকে ইতোমধ্যে মোবাইলে ভিডিওকালে ধরাও হয়েছে। সে খবর জানালেন নির্মাতা দীপঙ্কর দীপন। পাশাপাশি জানালেন, স্টার সিনেপ্লেক্সে বেড়েছে পর্দা।

তিনি ফেসবুকে লেখেন-

২টা ভাল খবর, ১ টা খারাপ খবর

১. ভাল খবর একটু আগে স্টার সিনেপ্লেক্স থেকে খবর ক্রমবর্ধমান চাহিদা থাকার কারণে স্টার সিনেপ্লেক্সেে আরেকটি সিনেমা হল বাড়ানো হয়েছে। নতুন যক্ত হওয়া ৪ নম্ব হলটির আসন সংখ্যা বেশি ও প্রজেকশন ও সাউন্ডের দিক থেকে আমার খুব ফেভারিট।

২. কাকরাইল থেকে সেল রিপোর্ট এল- শুক্র ও শুনি বারের সেলের মধ্যে আনুপাতিক পার্থক্য থাকে তার চেয়ে ঢাকা অ্যাটাক এগিয়ে। এমন কি কোন হলে বন্ধের দিনের চেয়েও বেশি টিকেট বিক্রি হয়েছে কয়েকটি চলে। পুরো শুধু নারায়নগঞ্জ ও জিন্জিরার বিক্রি অনেক পড়ে গেছে। কারিগরি ত্রুটি নাকি কাকরাইলের ভুত আছে- তা দেখতে ডিসট্রিবিউটর দের একটি দল সেখানে যাচ্ছে।

৩. খারাপ খবরটি বলতে খারাপ লাগছে। একটি সিনেমা হল থেকে একজন মোবাইলে ভিডিও করে ফেসবুকে আপ করার চেষ্টা করছিল। সে এখন পুলিশের নিয়ন্ত্রণে, কান্না কাটি করছে। খারাপও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। ডি এম পি সাইবার ক্রাইম ইউনিটের ১৬ জনের একটা টিম সবসময় মনিটর করছে- তারা বলেছে এ ধরণের চেষ্টা যারা করছে তাদের কোন ক্ষমা নাই।

ঢাকা অ্যাটাক ইন্ড্রাস্ট্রীর সিনেমা, আপনাদের সিনেমা। আপনাদের সিনেমা আপনাদেরই বাঁচাতে হবে।


মন্তব্য করুন