Select Page

ঢালিউডে নতুন জুটি শাকিব-ইন্দ্রনীল

ঢালিউডে নতুন জুটি শাকিব-ইন্দ্রনীল

indro_sakib1433591855

সপ্তাহখানেক আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’র ট্রেলার ও টিজার প্রকাশিত হয়েছে। তা নিয়ে বেশ শোরগোল ছিল কয়েকদিন। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ঢাকার এক নম্বর তারকা শাকিব খান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তকে। নতুন এ সিনেমার প্রথম লটের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

এরই মধ্যে নতুন আরেকটি সিনেমায় এ জুটির অভিনয়ের কথা উঠেছে। মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটির নাম ‘দৌড়’। এতে আরো অভিনয় করবেন অপু বিশ্বাসসোহানা সাবা

শাকিব খান নামে স্ক্রিনজুড়ে শাকিব বন্দনা। গত কয়েকবছরে দেখা গেছে অন্য নায়ক থাকলেও প্রাধান্য থাকে শাকিবের। কিন্তু কলকাতার এ নায়ককে অনেকটা শাকিবের প্যারালালেই দেখা যাবে। দর্শক এতে পাবেন অন্য ধরনের রসায়ন। দুই তারকাই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সিনেমা দুটিও অপরাধজগত ও এ্যাকশন নির্ভর।

‘সম্রাট’র ৪০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। অন্যদিকে কোরবানি ঈদের আগেই ‘দৌড়’র শুটিং শুরু হবে। দুটি সিনেমারই কিছু অংশে শুটিং দেশের বাইরে হতে পারে।

ইন্দ্রনীলকে ঢাকার সিনেমায় প্রথম দেখা গেছে রেদোয়ান রনির ‘চোরাবালি‘ সিনেমায়। সেখানে তার বিপরীতে ছিলেন জয়া আহসান


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares