Select Page

ঢালিউড২৪.কমের বর্ষপূর্তি

ঢালিউড২৪.কমের বর্ষপূর্তি

dhallwood24

বাংলা চলচ্চিত্র বিষয়ক অনলাইন পত্রিকা ঢালিউড২৪.কম তৃতীয় বর্ষে পা রাখল রবিবার। ‘বাংলা চলচ্চিত্রের জয়ধ্বনি শুরু এইখানেই’- এই শ্লোগান নিয়ে ২০১২ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করেছিল অনলাইনটি। তৃতীয় বর্ষে পদার্পণে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে ঢালিউড২৪.কমের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা।

অনলাইনটির প্রকাশক জাহিদ হাসান অভি, প্রধান সম্পাদক মুহাম্মদ আলতামিশ নাবিল, বার্তা প্রধান আহমেদ জামান শিমুল, রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলাম মোহসান, ফটোজার্নালিস্ট রাশেদ শাহরিয়ার ঐশী এবং আনারুল ইসলাম।

জন্মদিনে অনলাইনটি পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগির কাগজ আকারে আসছে ঢালিউড ২৪.কম।

উল্লেখ্য, ঢালিউড২৪.কম টাইগার মিডিয়ার একটি উদ্যোগ।


মন্তব্য করুন