Select Page

‘তারামন’ সিনেমা নিয়ে লিগ্যাল নোটিশ

‘তারামন’ সিনেমা নিয়ে লিগ্যাল নোটিশ

৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আরশীনগর মিডিয়া ‘তারামন’ নামের সিনেমার ঘোষণা দেয়। বীর প্রতীক তারামন বিবির পাশাপাশি নাম না জানা ও অজানা বীর নারীদের অবদান নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন আমিনুর ইসলাম লিটন। চিত্রনাট্য করেছেন ষড়ৈশ্বর্য মুহম্মদ।

‘তারামন’ সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে থাকবেন নাসির উদ্দিন ইউসুফ।

সময় নিউজ জানায়. ‘তারামন’ সিনেমা নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ হোসাইন তালুকদার। শাহরাজ হোসেন আমীরের পক্ষে সর্ব সাধারণের অবগতির জন্য এ নোটিশ দিয়েছেন তিনি।

৮ নভেম্বর জারি করা নোটিশে বলা হয়, বীর প্রতীক তারামন বিবি তার আত্মজীবনী প্রকাশ ও প্রচারের লক্ষ্যে একটি চুক্তি সম্পন্ন করেন। ২০১৩ সালে ২৫ জুলাই শাহরাজ হোসেন আমীরের সঙ্গে এ চুক্তিটি করা হয়। চুক্তি অনুযায়ী চলচ্চিত্রের নাম ‘একাত্তরের তারামন’। এতে অভিনয় করবেন নতুন মুখ অপর্না কির্তনিয়া। যার স্বত্বাধিকারী শাহরাজ হোসেন আমীর। পরবর্তীতে তারামন বিবিকে নিয়ে অন্য কেউ সিনেমা নির্মাণ করলে তা আইন পরিপন্থী হবে। তাই তারামন বিবিকে নিয়ে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম নির্মাণ করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে ‘তারামন’ সিনেমার পরিচালক আমিনুর ইসলাম লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লোক মারফত নোটিশের ব্যাপারে জেনেছি, কিন্তু নোটিশ হাতে পাইনি। আমি যতটুকু জানি ‘একাত্তরের তারামন’ সিনেমা আর আমাদের ‘তারামন’ সিনেমার গল্পের প্লট আলাদা। ওই সিনেমাটি ছিল তারামান বিবির আত্মজীবনী। কিন্তু আমাদের সিনেমাতে মুক্তিযুদ্ধে নাম না জানা, অজানা বীর নারীদের অবদান তুলে ধরা হবে। এখানে শুধু তারামন বিবিই না, আরও অনেক নারী মুক্তিযোদ্ধার গল্প থাকবে। গল্পের প্লট আলাদা হলে নির্মাণে কোনো জটিলতা থাকার কথা না।

লিটন আরও বলেন, ‘একাত্তরের তারামন’ সিনেমার জন্য চুক্তি করা হয়েছিল প্রায় দশ বছর আগে। তখন তারামন বিবি জীবিত ছিলেন। তার ইচ্ছা ছিল সিনেমাটি দেখে যাওয়ার। কিন্তু এখন তিনি জীবিত নেই। সে ক্ষেত্রে আশা করি কোনো জটিলতা হবে না।

তানহা তাসনিয়া

এদিকে তারামন বিবির সঙ্গে চুক্তিকারী শাহরাজ হোসেন আমীর বলেন, তারামন বিবির ছেলে তাহের এবং মুক্তিযুদ্ধের কমান্ডার আবদুল হাইসহ অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি এ ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করব। তারামন বিবি বেঁচে থাকা অবস্থায় আমি তার স্পটগুলোতে একাধিকবার ভিজিট করেছি। খুব বাস্তবভিত্তিক করে সিনেমাটি বানানোর চেষ্টা করছি। নতুন সিনেমার যে ঘোষণা উনারা দিয়েছেন তারামন বিবি বা তার পরিবারের কাছ থেকে তারা কোনো অনুমতিই নেননি।

গল্পের প্লট ভিন্ন হলেও কী কোনো জটিলতা হবে? জানতে চাইলে আইনজীবী আরিফ হোসাইন তালুকদার বলেন, চুক্তি অনুযায়ী কোনো জটিলতা নেই। কিন্তু শাহরাজ হোসেন আমীর চুক্তির সঙ্গে এফিডেভিটও করেছেন। যেটার সাক্ষী ছিলেন তারামন বিবির ছেলে। উনি যদি আপত্তি দেন তাহলে শাহরাজ হোসেন আমীর ছাড়া অন্য কেউ সিনেমা বানাতে পারবেন না।

‘তারামন’-এর নাম ভূমিকায় আছেন তানহা তাসনিয়া। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে।


মন্তব্য করুন