Select Page

‘তালাশ’ নয়, ‌‘পাষাণ’ পেলেন বিপাশা

‘তালাশ’ নয়, ‌‘পাষাণ’ পেলেন বিপাশা

bipasha-kobir

বছর দুয়েক আগের কথা। ‘তালাশ’ সিনেমার নায়িকা নির্বাচিত হয়ে চমকে দেন সে সময়ের জনপ্রিয় আইটেম গার্ল বিপাশা কবির। কিন্তু সিনেমাটিও নির্মাণ হয়নি, বিপাশার নায়িকা ক্যারিয়ারে বাড়তি কিছু যোগ হয়নি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‌‘তালাশ’ পরিচালনার কথা ছিল সৈকত নাসিরের। এবার নতুন সিনেমা ‌‘পাষাণ’-এ তিনি যুক্ত করেছেন বিপাশাকে।

৫ আগস্ট ‘পাষাণ’র শুটিং শুরুর কথা হয়েছে। এ লটে সিলেটের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন হবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে দেখা যাবে পরী মনি ও কলকাতার ওমকে। আরো আছেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে।

সিনেমাটিতে বিপাশাকে বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করেন সৈকত। তবে তার চরিত্রটি কী তা জানাননি।

এদিকে ‘পাষাণ’র ক্যামেরা ওপেনের দিন মুক্তি পেতে যাচ্ছে বিপাশা অভিনীত ‘আড়াল’। এ সিনেমায় তার বিপরীতে আছেন শাহরিয়াজ। পরিচালনা করেছেন শাহেদ চৌধুরী।


মন্তব্য করুন