Select Page

‘তালাশ’, সঙ্গে আরও ৪ ছবির প্রিমিয়ার দীপ্ত টিভিতে

‘তালাশ’, সঙ্গে আরও ৪ ছবির প্রিমিয়ার দীপ্ত টিভিতে

মুক্তির মাস না পেরোতেই টেলিভিশনে আসছে সৈকত নাসির পরিচালিত সাইকো থ্রিলার সিনেমা ‘তালাশ’। কোরবানির ঈদের বিশেষ আয়োজনে সিনেমাটি দেখাবে দীপ্ত টিভি। এ ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।

আরও আছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

এ চ্যানেলে ঈদুল আজহার সাত দিনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পাঁচ বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

এগুলো হলো- ঈদের দিন তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমণি, মম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ‘তালাশ’। ঈদের তৃতীয় দিন রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘নোনা জলের কাব্য’। অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ঈদের চতুর্থ দিন থাকছে ইফতেখার শুভর ‘মুখোশ’। অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম। ঈদের পঞ্চম দিন থাকছে তৌকীর আহমেদের ‘হালদা’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু। এগুলো প্রচারিত হবে দুপুর ১টায়।


মন্তব্য করুন