Select Page

তাসকিনের ‘বয়ফ্রেন্ড’ শুরু, কাহিনিতে ক্রিকেট

তাসকিনের ‘বয়ফ্রেন্ড’ শুরু, কাহিনিতে ক্রিকেট

নায়ক হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ভিলেন তাসকিন রহমানের অভিষেক হতে যাচ্ছে। সম্প্রতি শুরু হয়েছে ‘বয়ফ্রেন্ড’ শিরোনামের সিনেমাটির শুটিং।

এনটিভি অনলাইনকে পরিচালক নিরঞ্জন বিশ্বাস জানান, গানের মধ্য দিয়ে ক্যামেরা ওপেন হয়েছে।।

ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত সৌমী। শনিবার সাভারের গলফক্লাবে শুটিং শুরু হয়। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ।

সিনেমার কাহিনি এমন— এক সময় অনেক ভালো ক্রিকেট খেলত তাসকিন। তার দাপটেই মাঠে কেউ দাঁড়াতে পারত না। তবে ইদানীং তার আর খেলায় মন নেই। জানা গেছে, সে একটি মেয়ের প্রেমে পড়েছে। এ কারণে এখন আর সে খেলতে চায় না। মেয়েটির বাড়ির আশপাশে খেলা হলে তার খেলতে সমস্যা নেই। তবে অন্য একটা শহরে খেলতে হবে শুনলেই সে আর খেলতে চায় না। বিষয়টি নিয়ে তার এলাকায় কানাঘুষা শুরু হয়।

এদিকে ‘নায়ক’ তাসকিন সম্পকে পরিচালক নিরঞ্জন বলেন, ‘আসলে আমাদের চলচ্চিত্রে অনেকে খল অভিনেতা রয়েছেন যারা শুরু করেছেন নায়ক হয়ে। আবার অনেক নায়ক রয়েছেন যিনি শুরুতে দাপটের সঙ্গে কাজ করেছেন, তবে এখন খল চরিত্রে কাজ করছেন। আর তাসকিনের বিষয় যদি আপনি বলেন তা হলে আমি বলব, তাসকিন অভিনয় দিয়ে সবার নজর কেড়েছে। তার কাজ দেখে আমরা মনে হয়েছে শুধু খল চরিত্র নয়, সে অভিনয় বুঝে বা অভিনয় ভালো করে সে নায়ক চরিত্রেও ভালো করবে। একদিন গানের শুটিং করে মনে হচ্ছে সে আসলেই ভালো কাজ করবে।’

তিনি আরো জানান, ঢাকা, গাজীপুর ও সিলেট মিলিয়ে হবে ‘বয়ফ্রেন্ড’-এর দৃশ্যায়ন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।


মন্তব্য করুন