Select Page

তাহসানের প্রিয় পাঁচ

তাহসানের প্রিয় পাঁচ

নাটক:

১. নীলপরী নীলাঞ্জনা(২০১৩) ; ফেসবুকে পরিচয়,কিছুটা সম্পর্ক।একদিন ঠিক করে,দেখা করবে তাঁরা।কিন্তু ভুল করে দেখা হয়ে যায় নীলাঞ্জনার সাথে,সেও অপেক্ষমান ছিল তাঁর অদেখা ভালোবাসার মানুষের জন্য।একসাথে বেশ খানিক ক্ষন সুন্দর সম্পর্ক কাটায়,দুইজনেই ভালোবেসে ফেলেন।পরে ভুলটা জানেন,এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়।ছেলে শুধু আর একটা দিন সময় চায় নীলাঞ্জনার কাছে,সেও আসে।এমনই গল্প নিয়ে শিহাব শাহিনের অন্যতম সেরা নির্মান ‘নীলপরী নীলাঞ্জনা’,দুর্দান্ত আবহ সংগীত ছিল এই নাটকের অন্যতম প্রান,এই টেলিফিল্মে তাহসানের বিপরীতে ছিলেন মম।

২. আমাদের গল্প: স্কুলের রিইউনিয়নের জন্য চার বন্ধু আবার অনেক বছর পর একসাথে হয়েছিল। সেই সুবাদে অনেক বছর পর দেশে এসেছে তাহসান। সবাই তাদের বন্ধু নিভৃতকে খুঁজছে,সঙ্গে তাহসান খুঁজে পান তার পুরনো প্রেমিকাকে যার দরুণ এক কঠিন সত্যের মুখোমুখি হতে হয়। ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় বন্ধুত্বের গল্প নিয়ে জনপ্রিয় টেলিফিল্ম ‘আমাদের গল্প’,তাহসান ছাড়াও আরো ছিলেন জয়া আহসান,ইরেশ যাকের,রওনক হাসান,ঈশিতা,মনিরা মিঠু,রিপন নাথ রা।

৩. অফবিট: তারুণ্যের ভরা এক তরুন,বন্ধুদের নিয়ে ব্যান্ড দল গড়ে তোলায় ব্যস্ত,এমন সময় প্রথম দেখা প্রেমে পড়ে যান সদ্য পাড়ায় আসা এক মেয়ের।প্রতিদিন ই তাঁর সাথে দেখা হয়,মেয়েটিও তাকিয়ে থাকে।একদিন সে প্রকাশ করতে যায়,কিন্তু জানা যায় অন্য কাহিনী।আফসানা মিমির পরিচালনায় এই নাটকের নাম ‘অফবিট’। এই নাটকে সেই তরুনের চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন তাহসান,বিপরীতে ছিলেন জয়া আহসান।

৪. মুখ ও মুখোশের গল্প: যান্ত্রিক শহরের ফাঁদে কাছের মানুষদের সম্পর্কের জটিলতা নিয়ে ‘মুখ ও মুখোশের গল্প’। জিসান ও নীতু এই যান্ত্রিক শহরের দম্পতি,বিয়ের সাত বছর কেটে গেছে। সুখী দম্পতির এই স্বাভাবিক সম্পর্কের মাঝেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা,মুখের আড়ালে হয়ে উঠে যেন মুখোশের গল্প! রাগ আসে,অভিমান আসে তবে প্রতিশোধ নয়। আশফাক নিপুণের পরিচালনায় এই নাটকে অভিনয় করে অনেকদিন পর দর্শকদের মুগ্ধ করেছিলেন তাহসান,সঙ্গে ছিলেন তিশা।

৫. ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম: আশির দশকের দুই প্রতিবেশীর প্রেমের গল্প। ল্যান্ডফোনের মাধ্যমে যাদের অনুভূতি ভাগ হত দুইজনের মধ্যে,সঙ্গে আরো কিছু ঘটনা। এই নাটকের আবহে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গান বেশ ভালো লাগে। আশফাক নিপুণের পরিচালনায় এই নাটকে তাহসানের বিপরীতে ছিল মিথিলা।

বিশেষ: মন ফড়িঙের গল্প, মনসুবা জংশন, হঠাৎ তোমার জন্যে, রিভিশন, সময় চুরি, কথাবন্ধু মিথিলা, প্রিয় নিতু, রুপকথা এখন আর হয় না ও কাছের মানুষ।

গান:
১. আলো: ‘ইচ্ছে’ এলব্যামের গান,শৈশব থেকেই দারুন প্রিয়। প্রথম শুনি বিটিভির আনন্দ মেলাতে। গান গাওয়ার পাশাপাশি এই গানের রচয়িতা ও সুরকার তাহসান ই।

২. প্রেমাতাল: অনেকের ই মতে এটিই তাহসানের সেরা গান। ‘ক্রীতদাসের নির্বান’ নামক এলব্যামের এই গানের ও গায়কীর পাশাপাশি গীতিকার ও সুরকার তাহসান নিজেই। খুব জনপ্রিয় গান।

৩. কেন হঠাৎ তুমি এলে: ‘নীলপরী নীলাঞ্জনা’ টেলিফিল্মের গান,নাটকে তাহসান এখন অব্দি যতগান গেয়েছেন সবচেয়ে জনপ্রিয় এটাই। আনোয়ার হোসেন আদরের কথায় সুর করেছেন সাজিদ সরকার।

৪. ছিপ নৌকো: প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘খেয়াল পোকা’ এলব্যামের জনপ্রিয় গান এটি। সহশিল্পী ছিলেন কনা।

৫. মেঘের পরে: ‘মনফডিঙের গল্প’ টেলিফিল্মের গান। রিফাত আলমের কথায় সাজিদ সরকারের সুরে তাহসান নতুন করে নাটকের গানে আলোচিত হন।

বিশেষ: সে যে বসে আছে: এটা মূলত অর্ণবের গান। তবে অফবিট নাটকে ‘ব্ল্যাক’ ব্যান্ডের সুবাদে তাহসানের মুখে বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এমনকি তাদের এলব্যাম স্বপ্নচূড়াতেও রাখে এই গানটি।


মন্তব্য করুন