Select Page

তাহসান-মিথিলার বিচ্ছেদ : যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে?

তাহসান-মিথিলার বিচ্ছেদ : যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে?

আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তারকা জুটি তাহসান ও মিথিলার। বেশ কিছু দিন ধরেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হলো। এবার বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন দুজনই।

বৃহস্পতিবার দুপুরে তাহসান-মিথিলা যৌথ বিবৃতিতে বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন বলেই তারা বিশ্বাস করেন।

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।

এ জুটির বিচ্ছেদের খবরে প্রশ্ন ওঠেছে— কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারা? তার কোনো জানা নেই মিডিয়ার। তবে কেউ কেউ বলছেন, দুই বছর ধরে আলাদা থাকছিলেন তাহসান-মিথিলা। এ সময়ের মধ্যে তারা একাধিক নাটকেও অভিনয় করেছেন। দুরত্বের বিষয়টি মিডিয়াকে বুঝতে দেননি। তারপরও প্রকাশ হয়ে যায়।

রিল ও রিয়েল লাইফে অনেকেই আদর্শ জুটি মেনেছিলেন তাহসান-মিথিলাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভক্তদের সরব হতে দেখা গেছে। তারা চান দুই তারকা মান-অভিমান ভুলে একসাথে থাকুক।


মন্তব্য করুন