Select Page

তিনদিকে পদ্মা, একপাশে ভারত, দুর্গম চরে ‘পটু’র শুটিং

তিনদিকে পদ্মা, একপাশে ভারত, দুর্গম চরে ‘পটু’র শুটিং

সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন সিনেমা পরিচালনা নেমেছেন এটা অনেকেরই জানা। সম্প্রতি সেই সিনেমা ‘পটু’র শুটিং শেষ হলো। রাজধানীর বাইরে শুটিং শেষে এখন নিচ্ছেন ঈদুল ফিতরে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তির প্রস্তুতি।

এক প্রতিবেদন অনুসারে রাজশাহীর দুর্গম এর চরে হয়েছে ‘পটু’র শুটিং। যার তিন পাশেই প্রমত্তা পদ্মা ও আরেক পাশে সীমান্ত পেরোলে ভারতের মুর্শিদাবাদ।

এই চরে নেই বিদ্যুৎ। মোবাইল নেটওয়ার্করে অবস্থাও যাচ্ছেতাই। কখনো আসে, কখনো যায়। জায়গাটার নাম চরখানপুর। রাজশাহী শহর থেকে ট্রলারে যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।

এমন এক চরে গত সেপ্টেম্বরে হাজির হয়েছিল প্রায় ৭০ জনের ‘টিম পটু’। চরবাসী অযাচিত অতিথি ভেবে তাদের দূরে সরিয়ে দেয়নি, বরং তাদের সঙ্গে নিয়ে যাওয়া লাইট ক্যামেরার সঙ্গে ডুবে ছিল।

জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানাযায়, ছবিটির পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর। নায়িকা হিসেবে কে অভিনয় করেছেন সেটা জানা না গেলেও জাজ নিশ্চিত করেছে এটিই তার প্রথম সিনেমা।

ছবিটির শুটিং নিয়ে ইভান সাইর বলেন, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁতে।  সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি ছবিটির সাথে।’

চরে শুটিংয়ের কারণ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘গল্পটাই এমন। এখানে দুজন তরুণ-তরুণীরে গল্প এমনভাবে বলা হয়েছে যেখানে চর, চরের জীবন, চরের মানুষ সবই চলে আসবে। পাশাপাশি গল্পটাও মানুষ উপভোগ করবে বলে আমার বিশ্বাস।’ খবর কালের কণ্ঠ


মন্তব্য করুন