Select Page

তিন দশক পর ফারুক-রোজিনা জুটি

তিন দশক পর ফারুক-রোজিনা জুটি

আশির দশকে ঢাকাই ছবির সুপারহিট জুটি ফারুকরোজিনা। তারা জুটি বেঁধে ‘চোখের মনি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’ ছাড়াও অর্ধশতাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

জাগো নিউজ জানাচ্ছে, তিন দশক পর  আবারও ফারুক-রোজিনা জুটিকে দেখা যাবে একসঙ্গে। তবে সেটা চলচ্চিত্রে নয়। দুজন একসঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ‘বিশ্বরঙ’র বৈশাখী ফটোশুটে।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী সময়ের ইতিহাস, ঐতিহ্য অনুপ্রেরণায় বাংলা সিনেমাকে পোশাকে তুলে ধরার চেষ্টা করেছে ‘বিশ্বরঙ’। তাদের আইডিয়াটি আমার দারুণ লেগেছে। আসছে বৈশাখে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু নতুন পোশাক নিয়ে আসছে যেখানে বাংলা ছবির আবহ থাকবে। বেশ আগ্রহ ভরেই কাজটি করেছি আমি। অভিনেতা ফারুক ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করা হলো।’

১৮ মার্চ এই পোশাকগুলো নিয়ে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে (তেজগাঁও)। এ আয়োজন সরাসরি আরটিভিতে প্রচার হবে।


মন্তব্য করুন