Select Page

তিন দেশের ছবিতে ‘শেষ আশা’ দেখছেন অনন্ত!

তিন দেশের ছবিতে ‘শেষ আশা’ দেখছেন অনন্ত!

বেশ খরচ করে সিনেমা বানিয়েও সফল নন অনন্ত জলিল, তবে চর্চায় থাকেন বরাবরই। হালে বিদেশি তারকা বা যৌথ প্রযোজনার দিকে মনোযোগ তার! সেখানে তার সর্বশেষ প্রজেক্ট অর্থে ‘শেষ আশা’ হয়ে আসলো ‘দ্য লাস্ট হোপ’।

শোনা যাচ্ছে, নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের ‘দ্য লাস্ট হোপ’ শিরোনামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কার রেসিং নিয়ে ছবির গল্প। নরওয়ের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করবে পাকিস্তান ও চীন।

বাংলা ট্রিবিউনকে ভিন্ন একটি তথ্য দিলেন এ ব্যবসায়ী। তা হলো, অনন্তর অন্য সব ছবির মতো এটিতে তাকে প্রযোজনায় দেখা যাবে না।

সিনেমাটিতে বাংলাদেশ থেকে অনন্তর স্ত্রী অভিনেত্রী বর্ষারও অভিনয়ের কথাবার্তা চলছে।

সূত্র বলছে, ‘দিন—দ্য ডে’ ও ‘নেত্রী—দ্য লিডার’ সিনেমার শুট চলাকালে অনন্তর সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি বংশোদ্ভূত নরওয়ের এই প্রযোজকের।

জানা যায়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সিনেমাটি শুটিংয়ে গড়াবে। এছাড়া মুক্তি পাবে অনন্তর নতুন ছবি ‘দিন—দ্য ডে’।


মন্তব্য করুন