Select Page

তিশার বদলে সাবা

তিশার বদলে সাবা

‘হলুদবনি’ নামের ঢাকা-কলকাতার সিনেমা নিয়ে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। এ সময়ে মিলেছে ‘এপার ওপার’ নামে আরেকটি সিনেমার প্রস্তাব।

কলকাতার নতুন সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিলেন তিশা। আর তা লুফে নিয়েছেন সোহানা সাবা। দেশের চলচ্চিত্রের পাশাপাশি যার অভিজ্ঞতার ঝুলিতে এরইমধ্যে জমা পড়েছে কলকাতার চলচ্চিত্র ‘ষড়রিপু’।

সম্প্রতি হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’ এ চুক্তিবদ্ধ হলেন সাবা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটা কিছু সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে।

সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন সোহানা সাবা। আর তার বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায়ের।


মন্তব্য করুন