Select Page

তুখোড়ে যা দেখবেন (টিজার)

তুখোড়ে যা দেখবেন (টিজার)

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের শিবলী নোমান ও কলকাতার রাতশ্রী দত্ত। সম্প্রতি ‘তুখোড়‘ রামের সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মুক্তি সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশিত হয়েছে টিজার।

৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে দেখা যায় নাচ-গান আর অ্যাকশন দৃশ্য।

মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়াও দেখা যাবে লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে সিনেমার একটি ক্লাব সংয়ে পারফর্ম করতে দেখা যাবে মিতুকে।

পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। এ সিনেমার ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’।

২০১৭ সালের ৬ জানুয়ারি মুক্তি পাবে ‘তুখোড়’।


মন্তব্য করুন