‘তুফান ২’ প্রসঙ্গে শাকিব খান বললেন, ‘কোনো সম্ভাবনা নেই’
জিতের সঙ্গে ‘লায়ন’-এর ঘোষণার পরপরই নির্মাতা রায়হান রাফী ২ অক্টোবর ফেসবুক পোস্টে জানান, কোরবানির ঈদে আসছে ‘তুফান’। তার বক্তব্যটা ছিল এমন, ‘‘আসছে রোজা ঈদ ‘লায়ন’র সাথে আর কোরবানি ঈদ তুফান’র সাথে, দেখা হচ্ছে।’’
অর্থাৎ জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং তুফান-২ আসবে কোরবানির ঈদে। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিলেন পর্দার তুফান অর্থাৎ শাকিব খান।
তিনি জানান, আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। ছবিটি হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। শাকিব খান বলেন, ‘প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।’
তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আইয়ের একটি সূত্রে জানা যায়, ‘তুফান ২’ এর কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। তবে সেটা কবে তা তারা নিশ্চিত করেনি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ভোল পাল্টে ফেলেন রায়হান রাফী। তিনি বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।’
খবর ইনডিপেনডেন্ট ডিজিটাল