![রায়হান রাফী-শাকিব খান জুটির ‘তাণ্ডব’ সম্পর্কে যা জানা গেল](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/06/shakib_khan_raihan_rafi_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
তৃতীয় সপ্তাহে আরও বেশি হলে ‘দহন’, দেখুন তালিকা
# তৃতীয় সপ্তাহেও বাড়ল ‘দহন’-এর হল সংখ্যা
# সারাদেশের ৮০টি হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি, যার মধ্যে অনেকগুলোতে টানা তৃতীয় সপ্তাহ
# আছে নাকি আপনার কাছের প্রেক্ষাগৃহ? দেখে নিন পুরো তালিকা
রায়হান রাফী পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও সিয়াম। প্রথম সপ্তাহে দেশের ৪৬টি হলে মুক্তি পেলেও প্রতি সপ্তাহেই হল সংখ্যা বাড়ছে। দ্বিতীয় সপ্তাহে ছিল ৭৬টি, শুক্রবার থেকে চলছে ৮০টি হলে।
এর আগে একই জুটি ও পরিচালকের ‘পোড়ামন ২’ মুক্তি পায় ২২ হলে। পরের সপ্তাহগুলোতে সেই সংখ্যা বাড়তে থাকে।
‘দহন’-এর চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন পোশাককর্মীর চরিত্রে দেখা যায়। আর ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, রাজ রীপা, শিমুল খান, হারুন রশীদ, সুষমা সরকার, রাইসা প্রমুখ।
দেখে নিন হল তালিকা-
ঢাকায় : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, রাজমনি, এশিয়া, আনন্দ, মুক্তি, পূরবী ও পুনম।
ঢাকার বাইরে : রানীমহল – ডেমরা । সেনা – সাভার ।আলমাস – চট্টগ্রাম । সিলভার স্ক্রিন – চট্টগ্রাম । মম-ইন – বগুড়া । ছায়াবানী – ময়মনসিংহ । কেয়া – টাঙ্গাইল । লিবার্টি – খুলনা । মর্ডান – দিনাজপুর । মধুমতি – ভৈরব । রাজ – কুলিয়ারচর । রূপকথা – পাবনা ।শঙ্খ – খুলনা । সোনিয়া – বগুড়া ।মনিহার – যশোর । আয়না – আক্কেলপুর । বাবুল – নওহাটা । বর্নালী – নওয়াপাড়া । চলন্তিকা – গোপালদী । চাঁদমহল – কাঁচপুর । ছন্দা – পটিয়া । ঝংকার – পাঁচদোনা । কথাচিত্র – কটিয়াদী । মধুমিতা – মাগুরা । মোহনা – কোনাবাড়ি । মমতাজ – সিরাজগঞ্জ । মুন – হোমনা । নবীন – মানিকগঞ্জ । পান্না – মুক্তারপুর । তামান্না – সৈয়দপুর । আলতা – সরিষাবাড়ি । বনলতা – ফরিদপুর । ফিরোজমহল – পাগলা । হ্যাপি – লক্ষীপুর । কাজলী – মতলব । কল্লোল – মধুপুর ।মানসী – কিশোরগঞ্জ । মেহেরপুর – মেহেরপুর । মনিকা – শায়েস্তাগঞ্জ । মুন – হোমনা । পালকী – চান্দিনা । প্রিয়া – ঝিনাইদহ । পূর্বাশা – সান্তাহার । রাজিয়া – নাগরপুর । রূপকথা – পাবনা । সাগরিকা – চালা । সোনালী – টেকেরহাট । তিতাস – পটুয়াখালী । আলমডাঙ্গা – আলমডাঙ্গা । অনামিকা – পিরোজপুর । বাবু – কিশোরগঞ্জ । বৈশাখী – নড়িয়া । ছন্দা – কালীগঞ্জ । দিনান্ত – কেশরহাট । গ্যারিসন – দয়ারামপুর । লাইটহাউজ- পারুলিয়া । মমতাজমহল – নীলফামারী । নসিব – সাপাহার । রাজু – ঈশ্বরদী ।রংধনু – নজিপুর । রূপালী – পাঁচবিবি । সখি – হোসাইনপুর । সোনালী – ঘোড়াঘাট । সনি – ইসলামপুর । উল্লাস – বীরগঞ্জ । বর্ণালী – শাহজাদপুর । আশা – মেলান্দহ । জনতা – জলঢাকা । আনন্দ – তানোর । শাহীন – বল্লাবাজার ।