Select Page

তৃতীয় সিনেমায় মাহিকে পেলেন সজল

তৃতীয় সিনেমায় মাহিকে পেলেন সজল

sojol___mahi

তৃতীয় সিনেমায় নায়িকা হিসেবে মাহিকে পেলেন ছোটপর্দার নিয়মিত অভিনেতা সজল। ‘হারজিৎ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। প্রযোজনা করছে দি অভি কথাচিত্র ও নিউ জেন এন্টারটেইন।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘ছবিটির গল্প টান টান উত্তেজনায় ভরপুর। গল্প শুনেই ভাল লেগে যায়। দর্শক আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন।’

‘হারজিতে’ মাহি-সজল ছাড়াও মিশা সওদাগর থাকছেন। কাহিনি লিখছেন কাশেম আলী দুলাল। আগামী মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। গান থাকছে পাঁচটি। সঙ্গীতায়োজন করছেন আলী আকরাম শুভ, ইমরান ও কলকাতার স্যাভি।

সজলের প্রথম সিনেমা মুশফিকুর রহমান গুলজারের ‘নিঝুম অরণ্যে’। দ্বিতীয় সিনেমা ‘রান আউট’ মুক্তি পায় ২০১৫ সালে।

 


মন্তব্য করুন