Select Page

তৌকীরের সিনেমার নায়ক সিয়াম

তৌকীরের সিনেমার নায়ক সিয়াম

ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’ নির্মাণ করতে যাচ্ছেন তৌকীর আহমেদ। আর এই ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারো ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে। এমন গুঞ্জনের খবর দিল কালের কণ্ঠ।

আরো জানা গেছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ‘ফাগুন হাওয়া’। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় নির্মিত হবে চলচ্চিত্রটি।

তবে এ বিষয়ে এখনো মুখ খুলতে নারাজ সিয়াম ও তৌকীর আহমেদ। পরিচালক বলেন, ‘এখন কাস্টিং সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। চূড়ান্ত না হলে এই বিষয়ে কথা বলা যাবে না। আগামী দুই তিনদিন লাগবে সবকিছু ঠিক করতে।’

জানা গেছে, খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ৭ মার্চ। ২১ দিন চলবে এ কিস্তির শুটিং।
‘ফাগুন হাওয়া’ তৌকীর আহমেদ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। তার নির্মিত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জয়যাত্রা (২০০৪)’, রুপকথার গল্প (২০০৬)’, ‘দারুচিনি দ্বীপ (২০০৭), ‘অজ্ঞাতনামা (২০১৬)’। ‘জয়যাত্রা’ এবং ‘হালদা’ ছাড়া সকল ছবি ইমপ্রেস এর প্রযোজনায় নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। পরে অবশ্য ‘জয়যাত্রা’র স্বত্ত্ব কিনে নেয় ইমপ্রেস।

অন্যদিকে সিয়াম জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন- ২ ছবির শুটিং শেষ করেছেন। সামনে ‘দহন’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।


মন্তব্য করুন