Select Page

ত্রিভুজ: তিন পরিচালকের এক সিনেমা

ত্রিভুজ: তিন পরিচালকের এক সিনেমা

কিছুদিন আগে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন ঢাকাই সিনেমার কয়েকজন নির্মাতা ও কলাকুশলীর সঙ্গে কাজের আগ্রহ দেখান। তখন নিছক সোশ্যাল মিডিয়া পোস্ট মনে হলেও এখন দেখা যাচ্ছে পেছনে আরেকটি ঘটনা ছিল।

সত্যি সত্যি তেমন একটি ছবি বানাতে যাচ্ছেন। সেখানে পরিচালক হিসেবে আরও থাকছেন সৈকত নাসির ও অনন্য মামুন। ‘ত্রিভুজ’ নামের ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাবে।

প্রযোজনা করবে সেলেব্রিটি প্রডাকশন, যেখান থেকে এতদিন পরপর ছবি করছিলেন অনন্য মামুন।

ছবির প্রাথমিক নাম ঠিক করা হয়েছিলো ‘লকডাউন’। অনন্য মামুন সারাবাংলা ডটনেটকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে লকডাউনে অনেকেই এ নামে অনেক স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন। কিন্তু আমাদেরটি হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই নাম পরিবর্তন।’

ছবির কাহিনি নিয়ে বলেন, ‘লকডাউনের সময়কার গল্প বলবো আমরা। কিন্তু বলতে পারেন এটি একটি আবেগ অনুভূতির গল্প। তিনটি পরিবারের ক্রাইসিসের গল্প। এ লকডাউনে মানুষের জীবনে কী পরিবর্তন হয়েছে। আগামী কীভাবে টিকে থাকবে মানুষজন, তাই নিয়েই বলবো আমরা।’

অনন্য মামুনের গল্প ভাবনায় এর চিত্রনাট্যে মামুনসহ আছেন ইশতিয়াক আহমেদ ও পাপ্পুরাজ।

এ দিকে সৈকত নাসির বলেন, ‘এ ছবিটি নিয়ে আমরা গত মাস দেড়েক ধরে আলাপ আলোচনা করছি। সবার সিদ্ধান্তে গল্প, চিত্রনাট্য তৈরি হয়েছে। শুটিংয়ের ক্ষেত্রেও তিনজনে মিলে ঠিক করে নিবো কে কোন দৃশ্যগুলো শুট করার দায়িত্ব নিবো। তবে বলতে পারি দর্শকরা অসাধারণ একটি গল্প পেতে যাচ্ছে।’

অনন্য মামুন জানালেন, ছবিটির প্রধান চরিত্রে দেশের শীর্ষ স্থানীয় অভিনেতারা অভিনয় করবেন। শুটিং শুরু হবে জুন থেকে।

একাধিক পরিচালক এর আগে বাংলাদেশে অসংখ্য ছবি বানিয়েছেন। এর মধ্যে একাধিক ছবি জুটিবদ্ধ হয়ে বানিয়েছেন সাফি-ইকবাল, অপূর্ব-রানা, শাহীন-সুমন, ইস্পাহানি-আরিফ জাহান জুটি। তবে এদের অধিকাংশ জুটিই একটা সময় পরে গিয়ে ভেঙ্গে গেছে। আবার ১১ জন পরিচালক মিলে বানিয়েছেন অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। হালে জুটি বেঁধে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ দুই কিস্তিতে নির্মাণ করেছেন ‘মিশন এক্সট্রিম’।

গত ৭ মে দীপংকর দীপন ফেসবুকে লিখেছিলেন:

“সিনেমা নিয়ে আমার একটা স্বপ্ন আছে- আমি একটা সিনেমা বানাতে চাই- যেটার চিত্রনাট্য লিখবে অনন্য মামুন, শ্যূট করবে আশিকুর রহমান, এডিট ও গ্রাফিক্স করবে সৈকত নাসির, মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করবে তন্ময় তানসেন, সব গানের কথা লিখবে এস এ হক অলিক, প্রধান অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করবে সাইফ চন্দন.. পেশাগত সম্পর্কের জন্য নয়, আমি কাজের মুগ্ধতার জন্যই তাদের চাই।

আরও বলেন, “যাদের নিয়ে স্বপ্ন তাদের কাউকে বলিনি এতদিন- হয়তো আজ সবাইকে একসাথে একই সময়ে বলার জন্য। করোনা শুধু উসকে দিয়েছে। এটা আমার আজকের স্বপ্ন না, ‘ঢাকা অ্যাটাক’ রিলিজের আগে থেকেই। আমার কোর টিমের অনেকে জানেও। এই বার করোনার সময় আমি কখনো এক সেকেন্ডের জন্য ফিল করেছি- স্বপ্নগুলো অপূর্ণ রেখে মারা যাওয়াটা মোটেও ভালো কিছু না। তবে এই স্বপ্ন পূরণ আমার একার হাতে না। কি মামুন, আশিক, সৈকত, তন্ময়, অলীক ভাই, দাদু (চন্দন) – হবে?”


মন্তব্য করুন