Select Page

থ্রিলার বানাবেন ‘ভুবন মাঝি’ নির্মাতা, অপর্ণার বিপরীতে যিশু

থ্রিলার বানাবেন ‘ভুবন মাঝি’ নির্মাতা, অপর্ণার বিপরীতে যিশু

প্রথম সিনেমা ‘ভুবন মাঝি’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার সাইকোজিক্যাল থ্রিলার নির্মাণ করবেন ফাখরুল আরেফিন। ফেব্রুয়ারির শেষ দিকে শুটিং শুরু করবেন তিনি। খবর চ্যানেল আই অনলাইন।

সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে থাকবেন কলকাতার যিশু সেনগুপ্ত। তার বিপরীতে থাকবেন অপর্ণা ঘোষ। অন্য একটি চরিত্রে দেখা যাবে মাজনুন মিজানকে। এর মধ্যে অপর্ণা ও মাজনুন ‘ভুবন মাঝি’তে অভিনয় করেচেন।

ফাখরুল আরেফিন জানান, নতুন ছবিটি মনস্তাত্ত্বিক থ্রিলার ধাঁচের। চিত্রনাট্য করেছেন ভারতের পদ্মনাভ দাশগুপ্ত। এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে সিনেমাটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আগেরবারের মতো প্রযোজনায় থাকছে গড়াই ফিল্মস।


মন্তব্য করুন