Select Page

দরদ : শাকিব খানের বলিউড নায়িকার নাম জানালো এসকে মুভিজ

দরদ : শাকিব খানের বলিউড নায়িকার নাম জানালো এসকে মুভিজ

প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম শোনা গেলেও তাদের নন শাকিব খানের ‘দরদ’ সিনেমার নায়িকা। তিনি হলেন কমপরিচিত মুখ বলিউডের সোনাল চৌহান।

মাস কয়েক আগে পরিচালক অনন্য মামুন ঘোষণা দেন, শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ করবেন। ছবির নাম ‘দরদ’। বেনারসে এর শুটিং শুরু হবে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক।

আজ শুক্রবার প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাল। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘এ–সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই।’

অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন সোনাল চৌহান। তবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ।

এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে ‘দরদ’ প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অবশ্য সিনেমাটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শাকিব খান।


মন্তব্য করুন