Select Page

তিন শহরের পাঁচ প্রেক্ষাগৃহে ‘সাঁতাও’

তিন শহরের পাঁচ প্রেক্ষাগৃহে ‘সাঁতাও’

খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি তিন মাল্টিপ্লেক্স ও দুই সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (২৭ জানুয়ারি)। রংপুর অঞ্চলের মাটি ঘনিষ্ঠ এ গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টু।

সিনেমাটি মুক্তি পাচ্ছে রাজধানীর বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে।

নির্মাতা জানান, টানা কয়েকদিনের অবিরাম বর্ষণকে রংপুর অঞ্চলে বলে ‘সাঁতাও’। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের চিত্রায়নের প্রয়াস থেকে তার এ সিনেমার কাজে হাত দেওয়া।

এরই মধ্যে দেশ-বিদেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে ‘সাঁতাও’। সর্বশেষ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।


মন্তব্য করুন