Select Page

রমিজের বিরুদ্ধে প্রতারণা মামলা, শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে বাধা নেই

রমিজের বিরুদ্ধে প্রতারণা মামলা, শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে বাধা নেই

নির্বাচন কমিশনের কাগজপত্র ও স্বাক্ষর জাল করার অভিযোগে প্রতারণার মামলা হয়েছে সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত প্রার্থী রমিজ উদ্দিনের নামে। নির্বাচন কমিশনের পক্ষে গত ২০ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু। মামলা নম্বর ২৫।

এর ফলে নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরে আর কোনো আইনি বাধা রইল না। সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগে নিম্ন আদালতে করা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী রমিজ উদ্দিনের আবেদনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন জেলা জজ আদালত।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের উকিল কাওসার হোসেন। তিনি বলেন, ‘রমিজ উদ্দিন নিম্ন আদালতে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বিবাদী ছিলেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড চেয়ারম্যান নাসিরুদ্দিন দিলু ও শিল্পী সমিতির বিদায়ী সভাপতি শাকিব খান। এই আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতে বিবাদীরা আপিল আবেদন করলে গত ২০ মে তা বহালের আদেশ দেন আদালত। বিবাদীরা জেলা দায়রা জজের আদালতে আপিল করেন।’

এই আইনজীবী বলেন, ‘সেই আপিল আমলে নিয়ে জেলা জজ আদালত রিটের নথি তলব করেন। সেখানে রিটে জমা দেওয়া কাগজপত্রে জালিয়াতি ধরা পড়ে। যেহেতু কাগজপত্রের কোনো ভিত্তি নেই, তাই জেলা জজ আদালতের জজ কুদ্দুস জামান রমিজ উদ্দিনের রিট স্থগিতাদেশ দিয়েছেন। এখন আর আইনিভাবে ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা রইলো না।’

এদিকে শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘মামলার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। বিবাদী রমিজ উদ্দিনকে গ্রেফতার করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’

নির্বাচন কমিশনের রশিদ জাল ও কমিশনের অফিস সহকারী জাকির হোসেনের স্বাক্ষর জাল করে ১১ মে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নিম্ন আদালতে আবেদন করেন রমিজ উদ্দিন নামের এক প্রযোজক ও অভিনেতা। তিনি সদ্য শেষ হওয়া নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।

সূত্র : জাগো নিউজ, প্রথম আলো


মন্তব্য করুন