Select Page

দর্শক চাইলেই নায়িকা হিসেবে থাকবেন

দর্শক চাইলেই নায়িকা হিসেবে থাকবেন

2013-06-10-03-52-46-51b54d8e60476-shabnoor-1জনপ্রিয় নায়িকা শাবনূর আর কতদিন নিজেকে নায়িকা দেখতে চান? সম্প্রতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নিজের চাওয়া নয় দর্শক যতদিন চাইবে, ততদিন নায়িকা হিসেবে নিজেকে দেখতে চান। দর্শক তাকে নায়িকা হিসেবেই দেখতে চাইছে – এমনটিও বলেছেন শাবনূর।

একই সাক্ষাৎকারে ওজন কমানো নিয়ে তার ব্যস্ততা ও আস্ট্রেরেলিয়ায় ঘন ঘন যাতায়াতের প্রসঙ্গও তোলা হয়।

শিডিউল ফাঁসানোর অভিযোগের জবাবে শাবনূর বলেন, তার অস্ট্রেলিয়া যাওয়া আসার বিষয়টি পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই জানেন। কিন্তু শিডিউলের নির্ধারিত সময়ের মধ্যে যদি কোন পরিচালক শ্যূটিং শেষ করতে না পারেন, তবে তার দায়ভার শিল্পীর নেয়া উচিত নয়।

নিজেকে নির্মাতা হিসেবে দেখার স্বপ্নের কথাও সাক্ষাতকারে জানিয়েছেন শাবনুর।

সুত্র: প্রথম আলো