Select Page

সাগর পাড়ে আঁচল

সাগর পাড়ে আঁচল

achol

খুব বেশি সিনেমায় অভিনয়ের সুযোগ না পেলেও অনলাইনে ছোটখাট ভক্ত সমাজ তৈরি করে নিয়েছেন আঁচল

তারা শুনে খুশিই হবেন অনেকদিন আড়ালে থাকা এ নায়িকা আবারো ক্যামেরার সামনে ফিরেছেন।

যুগান্তর জানায়, আঁচল বর্তমানে কক্সবাজারে সাগর পাড়ে রয়েছেন। সেখানে তারেক শিকদার পরিচালিত ‘দাগ’র শেষ লটের শুটিং করছেন।

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে আঁচল বলেন, ‘অনেকদিন পর আবার শুটিং করছি। সেই চিরচেনা অ্যাকশন, কাট, লাইট-ক্যামেরা আলোর ঝলকানি। খুব ভালো লাগছে।’

অভিনয়ের পাশাপাশি এ ছবির একটি আইটেমন গানেও পারফর্ম করতে দেখা যাবে এ নায়িকাকে। কয়েকদিনের মধ্যেই এই আইটেম গানটির শুটিং শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সিলেটের শ্রীমঙ্গলে আইটেম গানটির শুটিং ধারণ করার কথা রয়েছে। এ গানটির শুটিং শেষের মধ্যদিয়েই ‘দাগ’ ছবির ক্যামেরা ক্লোজ হবে বলে জানা গেছে।

ছবিটিতে আঁচল ছাড়া আরও অভিনয় করছেন বাপ্পী সাহা ও বিদ্যা সিনহা মিম।

আঁচল অভিনীত মুক্তি প্রতীক্ষিত অন্য সিনেমা হলো ‘সুলতানা বিবিয়ানা’।


মন্তব্য করুন