Select Page

দিঘীর নায়ক সংকট, সাইমনের ওপর ক্ষেপলেন ঝন্টু

দিঘীর নায়ক সংকট, সাইমনের ওপর ক্ষেপলেন ঝন্টু

দিঘীকে নায়িকা করে দেলোয়ার জাহান ঝন্টু ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের ছবির ঘোষণা দিয়েছেন সম্প্রতি। কিন্তু বিপত্তিতে পড়েছেন নায়ক নিয়ে। এবার তো ভীষণ ক্ষেপে গেলেন সাইমন সাদিকের ওপর।

প্রথমে নায়ক হওয়ার কথা ছিল বাপ্পী চৌধুরীর। কিন্তু বাদ সাধে চুল। ‘৫৭০’ চলচ্চিত্রের জন্য এ নায়ককে চুল ছোট করতে হয়। অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’-এর জন্য দরকার বড় চুল। শুটিং শুরুও হবে শিগগিরই। পরিচালক পরচুলার কথা বললেও বাপ্পী সে পথে যেতে চাননি। সিনেমাটি থেকে সরে দাঁড়ান।

এরপর সাইমন সাদিক যুক্ত হলেও সিনেমাটির গান রেকর্ডিংয়ের পর সরে দাঁড়ান। এর কারণ হিসেবে এক সাক্ষাৎকারে ঝন্টু জানান, ছবির প্রযোজক সিমি (মাই নেম ইজ সিমি) দ্বিতীয় নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’-এ থাকছেন। সাইমন প্রথমে রাজি হলেও পরে পরিচালকের ছেলেকে ফোন করে না বলেন। এমন অপেশাদার আচরণে চটে যান ঝন্টু। ক্যামেরার সামনেই বললেন, সব পরিচালককে বললেন সাইমনের সঙ্গে কাজ না করতে।

আরও জানান, সাইমনকে মাথায় রেখে চারটি গান তৈরি হয়েছে। এর ক্ষতিপূরণও দিতে হবে।

ছবিতে সিমির কল্পনায় সাইমনের সঙ্গে একটি গান থাকার কথা। যা নিয়েই নাকি ‘পোড়ামন’ নায়কের অস্বস্তির শুরু।

এখন শোনা যাচ্ছে, দিঘীর নায়ক হতে যাচ্ছেন আসিফ ইমরোজ।


মন্তব্য করুন