Select Page

দিতির জন্য সুইট হার্টের নীরবতা

দিতির জন্য সুইট হার্টের নীরবতা

parvin sultana diti

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে রোববার সন্ধ্যায় অডিও প্রকাশনা অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন ‘সুইট হার্ট’-এর শিল্পী ও কলাকুশলীরা। ওই অনুষ্ঠানে অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

মিউজিক সেলিব্রেশন শুরু হয়েছিল আনন্দঘন পরিবেশে। বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী দিতিও আছেন এই ছবিতে। তার প্রসঙ্গ আসতেই হলরুমে নেমে আসে নিরবতা।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি জানান, ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি। অনুষ্ঠানে গুণী এই অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। এরপর দিতির জন্য দোয়া করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১২ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে রোমান্টিক ঘরানার ছবি ‘সুইটহার্ট’। এর বিভিন্ন গান ইতিমধ্যে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছে।

‘সুইটহার্ট’র প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী, মিমরিয়াজ

সূত্র : বাংলানিউজ টুয়েন্টিফোর


মন্তব্য করুন