Select Page

দিতির শারীরিক অবস্থা স্থিতিশীল

দিতির শারীরিক অবস্থা স্থিতিশীল

12187858_950450175016499_6200652903541110582_n

৪ নভেম্বর আবারও ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের জন্য যান দিতি। পরের দিন সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

সেখানে অপারেশন শেষে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল সকালে তাকে কেবিনে দেয়া হয়। দিতির ছেলে দীপ্ত শুধু এতটুকু জানান, ‘মা কেবিনে আছেন, আমাদের সঙ্গে অনেক কথা বলছেন। সেন্স ঠিক আছে, অনেক রেস্ট নিতে হবে তাকে’। দীপ্তর কথায় বোঝা গেল দিতি এখন চিকিৎসা শেষে অনেকাংশে সুস্থ আছেন। দীপ্ত বলেন, ‘সবাই যেন আমার আম্মুর জন্য দোয়া করেন। আম্মু যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ যেন আমার আম্মুর ওপর রহমত দান করেন।’

শুক্রবার সন্ধ্যায় লামিয়া ও দীপ্তর সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার।

উল্লেখ্য, ২৫ জুলাই দিতির ব্রেইন টিউমার ধরা পড়ে চেন্নাইয়ে। সেখানে অপারেশন শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরলেও তার ব্রেইনে পানি জমার কারণে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সর্বশেষ চেন্নাই যাওয়ার আগে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু দিতির পরিবার স্কয়ারের ডাক্তারদের চিকিৎসায় আস্থা রাখতে পারছিলেন না বিধায় দিতির মেয়ে লামিয়া ও ছেলে দীপ্ত মাকে নিয়ে ৪ নভেম্বর চেন্নাই চলে যান।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন