Select Page

‘দিশেহারা’ হয়ে কী করছেন তারা?

‘দিশেহারা’ হয়ে কী করছেন তারা?

milon-boby-ek-rasta

ইউটিউবে প্রকাশিত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘এক রাস্তা’ সিনেমার ‘দিশেহারা অন্তরে’ শিরোনামের গান। এতে বেশ আবেগঘণ দৃশ্যে দেখা যায় আনিসুর রহমান মিলন ও ববিকে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা। সুরে মাদকতায় ঠোঁট মিলিয়েছেন ববি। প্রশংসার পাশাপাশি গানটির সমালোচনাও কম হচ্ছে না।

‘এক রাস্তা’য় দেখা যাবে, গডফাদারের দলে কাজ করেন মিলন। একপর্যায়ে অন্যদের খুন করে নিজেই গডফাদার বনে যান তিনি। এরপর ঘটনাক্রমে রহস্যজনকভাবে খুন হন তিনি। তারপর ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন মিলনের ভাই বাপ্পি।

২০১৪ সালের জানুয়ারিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। বেশ আগেই সিনেমাটির শুটিং শেষ হলেও চলতি বছর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। প্রথমে সিনেমাটির নাম ‘ওয়ান ওয়ে’ রাখা হলেও তা পাল্টে রাখা হয়েছে ‘এক রাস্তা’। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

 


মন্তব্য করুন