Select Page

‘দীপু নাম্বার টু’ নির্মাণের কথা ছিল তার

‘দীপু নাম্বার টু’ নির্মাণের কথা ছিল তার

মুহাম্মদ জাফর ইকবালের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মাণ করেছিলেন ‘দীপু নাম্বার টু’। সিনেমাটি আজো দর্শকপ্রিয়। মজার বিষয় জানালেন ‘আধিয়ার’-খ্যাত নির্মাতা ও চিত্রসম্পাদক সাইদুল আনাম টুটুল

১৯৭৯ সালে শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ ছায়াছবির সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এক সাক্ষাৎকারে টুটুল প্রিয় ডটকমকে বলেন, ‘এটি (দীপু নাম্বার টু) পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। কিন্তু এর পরিচালনা করার কথা ছিল আমার। তো মোরশেদুল ইসলাম যখন বললেন যে তিনি পরিচালনা করবেন, তখন আমি দায়িত্ব নিয়ে নিলাম সম্পাদনার।’

রোববার ছিল টুটুলের জন্মদিন। এ উপলক্ষে সাক্ষাৎকারটি প্রকাশ হয়।


মন্তব্য করুন