Select Page

দুই নবাগতের সঙ্গে ‘ওস্তাদ’ রোশান

দুই নবাগতের সঙ্গে ‘ওস্তাদ’ রোশান

জাজ মাল্টিমিডিয়ার ছায়া থেকে বের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোশান। একের পর এক নতুন ছবির শুটিংয়ে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। বুধবার শুরু করলেন আরেক ছবি ‘ওস্তাদ’-এর শুটিং। এতে রোশানের বিপরীতে থাকছেন নতুন দুই নবাগত অনিন্দ্যিতা মিমি ও উষ্ণ হক।

ফিল্ম ওয়ার্ল্ড-এর প্রযোজনায় ‘ওস্তাদ’ নির্মাণ করছেন সাইফ চন্দন। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, পুরান ঢাকা (সূত্রাপুর)-এর গ্যাং এবং ওই এলাকার ওস্তাদি নিয়ে ছবির গল্প। এরমধ্যে থাকবে সেখানকার লোকাল অনেক বিষয়।

তিনি বলেন, ২৩ নভেম্বর রোশানকে চুক্তিবদ্ধ করেছি। তার সঙ্গে নতুন দুই নায়িকা থাকছে। তাদের চরিত্রও গুরুত্বপূর্ণ। ছবির অন্যতম আকর্ষণ হিসেবে আছেন তাসকিন রহমান। বুধবার (২৭ নভেম্বর) থেকে ‘ওস্তাদ’-এর শুটিং শুরু করেছি। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় লট থেকে তাসকিন শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শুটিং শেষ করতে চাই।

নতুন দুই নায়িকা প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, আমি সবসময় নতুন বা উঠতিদের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সম্প্রতি নামী এক নায়িকা আমার সাথে কাজ করতে রাজি হয়নি। তাই নতুনই আমার জন্যে সেরা মনে হয়েছে। তাছাড়া অ্যাকশন  ঘরানার ‘ওস্তাদ’ গল্পে আমার কাছে গল্প এবং প্রেজেন্টেশনটাই প্রধান, সুপারস্টার নায়ক বা নায়িকা না!

দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দর’ সিনেমা করতে যাচ্ছেন রোশান। তার আগে শেষ করেছেন অনন্য মামুনের সিনেমা ‘মেকাপ’। কদিন আগে শুরু করেছেন অপূর্ব রানার ‘উন্মাদ’। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘জ্বীন’। নতুন ছবি ‘ওস্তাদ’ প্রসঙ্গে রোশান বলেন, চন্দন ভাইয়ের ‘আব্বাস’ সিনেমা আমি দেখেছি। তার মেকিং-এ অন্যরকম একটা ব্যাপার আছে। বেশি বাজেট পেলে তিনি অনেক ভালো করে দেখিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। তিনি বলেন, পুরান ঢাকার প্রেক্ষাপটে আমি প্রথম কাজ করছি। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার।

‘ওস্তাদ’-এর গল্প জসিম উদ্দিনের, সংলাপ করেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন নিজেই। ওস্তাদ মুক্তি দেয়া হবে পহেলা বৈশাখে (এপ্রিলে), এমনটাই জানান সাইফ চন্দন।


মন্তব্য করুন