![রায়হান রাফী-শাকিব খান জুটির ‘তাণ্ডব’ সম্পর্কে যা জানা গেল](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/06/shakib_khan_raihan_rafi_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
দুই পর্দায় চম্পা
![02_23370](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2013/10/02_233701-150x150.jpg?resize=150%2C150)
বড় পর্দার উল্লেখযোগ্য কাজ হচ্ছে এম এ জলিল অনন্ত পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’ এবং আমিনুল ইসলাম বাপ্পির ব্রিটিশ চলচ্চিত্র ‘থ্রি ইলিগ্যাল’।
অন্যদিকে ছোট পর্দার কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এশিয়ান টিভিতে প্রচার চলতি মেগা ধারাবাহিক ‘সেকেন্ড ইনিংস’। ঈদে একাধিক নাটকে তার উপস্থিতি ছিল। পাশাপাশি রান্নাবিষয়ক ও তারকা টকশোসহ নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।
নভেম্বরের শেষ সপ্তাহে যাবেন ‘থ্রি ইলিগ্যাল’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ইংল্যান্ডে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন