Select Page

দুই বছর পর ঈদে মাহি

দুই বছর পর ঈদে মাহি

সর্বশেষ ‘অগ্নি টু’ দিয়ে ঈদে পর্দায় হাজির হয়েছিলেন মাহি। দুই বছর পর ফের ঈদের সিনেমায় দেখা যাবে তাকে। শোনা যাবে তার দুটি ছবি মুক্তি পাবে। খবর যুগান্তর।

একটি হচ্ছে হার্টবিট প্রযোজনা সংস্থা প্রযোজিত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’। অপরটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় অনন্য মামুনের ‘ময়না’। দুটি ছবিতেই নায়ক হিসেবে রয়েছেন পশ্বিমবঙ্গের পরিচিত দুই নায়ক। মনে রেখোতে নায়ক হচ্ছেন বনি আর ময়নাতে সোহম।

এর মধ্যে ‘মনে রেখো’র শুটিং শুরু হলেও ‘ময়না’র শুরু হয়নি। জানা গেছে, আগামী ৫ এপ্রিল ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটি থেকে ছবির টানা শুটিং শুরু হবে। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়না চরিত্রটি প্রসঙ্গে এক কথায় বলব, আমার স্বপ্নের একটি চরিত্র। ময়না নামে আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছি; কিন্তু ময়না ছবিতে যে চরিত্র এটিই আমার কাছে সেরা মনে হয়েছে। ছবিটি ঈদে মুক্তি পেলে দর্শকদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।’

আর সাভারে একটি বাড়িতে টানা শুটিং অনুষ্ঠিত হচ্ছে মনে রেখো ছবির। এরপর শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ার বালি ও ভারতের দার্জিলিংয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। এ ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘হার্টবিট সাধারণত ঈদের জন্যই ছবি বানায়। তাই ধারণা করছি, এ ছবিটিও আসছে ঈদে মুক্তি দেয়া হবে। সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে সবকিছু।’


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares