Select Page

দুই মাসে চার ছবি মুক্তির পরিকল্পনা মানিকের

দুই মাসে চার ছবি মুক্তির পরিকল্পনা মানিকের

ঢালিউডে যখন অনেক পরিচালক বেকার, তখন অল্প কয়েকজন নির্মাতার হাতভর্তি সিনেমা, তাদের একজন মোস্তাফিজুর রহমান মানিক। করোনার কারণে তার বেশ কয়েকটি ছবি ঝুলে আছে। এবার বছরের শেষ দুই মাসে চারটি ছবি বা কমপক্ষে তিনটি ছবি মুক্তির লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মানিক বাংলা ট্রিবিউনকে জানালেন, বছরের শেষ দুই মাসে তিনটি চলচ্চিত্র মুক্তি দিতে যাচ্ছেন তিনি। সম্ভাবনা আছে সংখ্যাটি চারেও গড়ানোর।

চলচ্চিত্রগুলো হলো, যাও পাখি বলো তারে, আশীর্বাদ, স্বপ্নে দেখা রাজকন্যা ও আনন্দ অশ্রু। এরমধ্যে প্রথমটি নভেম্বরে ও বাকি তিনটি মুক্তি পাবে ডিসেম্বরে। তবে ‘আনন্দ অশ্রু’র বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বলে জানালেন এই নির্মাতা।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘প্রথম তিনটি এ বছরে মুক্তি পাবে নিশ্চিত। তবে ‘আনন্দ অশ্রু’ ডিসেম্বরে বা আগামী ভালোবাসা দিবসে আসবে।’’

কাছাকাছি সময়ে একই নির্মাতার তিনটি ছবি মুক্তি পেলে ব্যবসায়িকভাবে কতটা লাভবান হওয়া সম্ভব— এমন জিজ্ঞাসাতে মানিক বললেন, ‘‘এখানে অনুদানের ছবি ‘আশীর্বাদ’ এ বছরেই মুক্তি দিতে হবে। মুক্তিযুদ্ধের ছবি হওয়ায় আমি ডিসেম্বর টার্গেট করেছি। নভেম্বরে ‘যাও পাখি বলো তারে’ দিতে চাই। আর ‘স্বপ্নে দেখা রাজকন্যা’টা ডিসেম্বরে আসবে। সব ছবিই রেডি। প্রডিউসার বারবার মুক্তি দিতে বলছেন। সব মিলিয়ে কয়েকটি ছবি পর পর মুক্তি পাবে।’’

‘যাও পাখি বলো তারে’তে অভিনয় করেছেন মাহিয়া মাহি, শিপন মিত্র ও আদর আজাদ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘আশীর্বাদ’। এই সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও জিয়াউল রোশান।

অন্যদিকে, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’তে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও একে আজাদ। এছাড়াও তাদের সঙ্গে মৌসুমী মিথিলা নামে আরেক নবাগতাকে দেখা যাবে এতে।

‘আনন্দ অশ্রু’তে আছেন মাহি ও সাইমন সাদিক।


মন্তব্য করুন