Select Page

দুটি টিজারের কেন্দ্রবিন্দু মাহি

দুটি টিজারের কেন্দ্রবিন্দু মাহি

বছর তিনেক পর জোড়া নিয়ে ঈদে ফিরছেন মাহিয়া মাহি। যার একটি ‘মনে রেখো’। ঈদের সর্বশেষ সিনেমায় তার নায়িকা ছিলেন কলকাতার ওম। এবার থাকছেন বনি সেনগুপ্ত।

হুট করেই ঈদের মিছিলে সামিল হয়েছে সিনেমাটি। এ উপলক্ষে বুধবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম ঝলক। টিজার বলছে, কিশোর বয়সের প্রেম ও সংঘাত নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। গল্পের উপস্থাপনায় রয়েছে পারিবারিক আবহ। বরাবরই এমন কাহিনিতে দেখা গেছে বনি। বাংলাদেশেও তার ভাগ্যে তা-ই জুটেছে।

https://www.youtube.com/watch?v=DinHqMWr6Ro

‘মনে রেখো’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন।

অন্য সিনেমাটি হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’। অনেকদিন ধরে আলোচনা আছে এটি। এখানে মাহির নায়িকা সাইমন সাদিক।

জঙ্গিবাদ ও সম্পর্কের জটিলতার গল্পে এগিয়ে গেছে এ সিনেমার গল্প। আর টিজার প্রকাশ হয়েছে কয়েক মাস আগে।

https://www.youtube.com/watch?v=qJCy9G6SDHs


মন্তব্য করুন