Select Page

দুধর্ষ ‘সুইট হার্ট’

দুধর্ষ ‘সুইট হার্ট’

Capture

প্রকাশিত হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’ চলচ্চিত্রের প্রথম টিজার। এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ওই টিজারে একটি গানের মাঝে টুকরা টুকরা প্রেমের দৃশ্য তুলে ধরা হয়েছে। বুধবার প্রকাশিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ১৬ হাজারবারের বেশি দেখা হয়েছে।

অনেকদিন পর একটি কালারফুল টিজার দেখা গেল। এতে বেশ ঝলমলেভাবে উপস্থাপিত হয়েছেন বাপ্পিমীম। গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।

টিজারটি প্রথম লুকেই ভালো লাগবে। এরপর কারো কারো নাও লাগতে পারে। মীমকে বেশ আবেদনময়ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তা করতে গিয়ে খোলা কাঁধ দেখানো হয়েছে কয়েকবার। এরই মধ্যে ভয়ানক লেগেছে মীমের শাড়ি কুচি করে দেওয়ার দৃশ্য। ওই দৃশ্যে মীমের এক্সপ্রেশনে অনেকে শকড হবেন নিশ্চয়। আইটেম গানের যুগে হয়ত একে কেউ কেউ কম ভালগারই বলবেন। তারপরও বলতে হয় এতে না আছে রুচিবোধ, না আছে শিল্প।

Sweet-Heart-1

পুরো টিজারে বাপ্পি ও মীম- দুইজনকে দেখতে ভালো লেগেছে। সেট আহামরি না হলেও খারাপ না। তবে এটুকুতে পুরো সিনেমা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে একে দুধর্ষ টিজার বলা যায়।

নির্মাণ শুরুর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির সারসংক্ষেপ। গল্পে খ্রিস্টান মেয়ে বিলিনার চরিত্রে দেখা যাবে মীমকে। রিয়াজকে বিদেশ ফেরত ছেলে রিচার্ড আর বাপ্পীকে দেখা যাবে শিক্ষিত মোগল পরিবারের ছেলে জিসান চরিত্রে। এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বিলিনা ও জিসান। কিন্তু বিলিনার বিয়ে হয় রিচার্ডের সঙ্গে।

‌‘সুইট হার্ট’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভেঙ্গে অভিনয় ফিরছেন জনপ্রিয় নায়ক রিয়াজ।

 


৩ টি মন্তব্য

মন্তব্য করুন