Select Page

দুবাইয়ে শাকিব : আফসারীর ‘মাফিয়া’ নাকি ইফতেখারের নতুন ছবি?

দুবাইয়ে শাকিব : আফসারীর ‘মাফিয়া’ নাকি ইফতেখারের নতুন ছবি?

শাকিব খান নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি ‘পাসওয়ার্ড’-এর শুটিং করতে চেয়েছিলেন দুবাইয়ে। সেই ইচ্ছা পূরণ হয়নি। ভিসাসংক্রান্ত জটিলতায় শুটিং করতে হয়েছিল তুরস্কে।

এবার তৃতীয় ছবি ‘মাফিয়া’ শুরুর আগেই সব গুছিয়ে রাখতে চান শাকিব। মালেক আফসারীর এই ছবির গল্প দুবাইকেন্দ্রিক। তাই কোথায় শুটিং করবেন, কোথায় থাকবেন, কী কী অনুমতি নিতে হবে—সেসব চূড়ান্ত করতেই শুক্রবার দুবাই পৌঁছেছেন তিনি।

তবে সফর সঙ্গী হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরী থাকায় প্রশ্ন উঠেছে, ‘অগ্নি’ নির্মাতার পরের ছবির নায়ক কি শাকিব?  আবার কেউ কেউ বলছে, শাকিবকে নিয়ে দুবাইয়ের সঙ্গে যৌথ প্রযোজনায় একটি ছবি নির্মাণ করবেন ইফতেখার চৌধুরী। তবে এই নিয়ে কেউ মুখ খুলেননি।

সঙ্গে আরো আছেন শাকিবের চাচাতো ভাই মনির ও কাহিনিকার আব্দুল্লাহ জহির বাবু।

পরিচালক আফসারী কালের কণ্ঠকে বলেন, ‘শাকিব সব সময়ই আন্তর্জাতিক মানের ছবি নির্মাণে উৎসাহী। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার সেটাই করেন। প্রযোজক শাকিবকে অভিনেতা শাকিবের মতোই আমি দশে দশ দেব।’

দুবাই থেকে ফিরেই বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবির বাকি কাজ শুরু করবেন শাকিব। এতে তার বিপরীতে দর্শকরা নবাগত মুখ জাহারা মিতুকে দেখতে পাবেন। এরপর কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির শুটিং শুরু করবেন শাকিব খান।

এদিকে কিছুদিনের মধ্যেই নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন ইফতেখার। বৃহস্পতিবার রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে নায়িকা নুসরাত ফারিয়া এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে ইফতেখার চৌধুরী সমকালকে বলেন, ‘নতুন চলচ্চিত্রের নাম এখনো চূড়ান্ত হয়নি। আমরা অনেকগুলো নাম ঠিক করেছি কিন্তু কোনটা রাখব তা এখনও আমরা চূড়ান্ত করেনি। তবে খুব শিগগিরই আমরা জমকালো আয়োজনের মধ্যে দিয়েই ছবি নাম ও নায়কের নাম প্রকাশ করব।’


মন্তব্য করুন