Select Page

দুর্ঘটনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ইউনিট

গতকাল সকাল থেকে রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবির শুটিং চলছিল ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন লোকেশনে। একটি দৃশ্যের শুটিংয়ের জন্য রেললাইনে ক্রেনের ওপর ক্যামেরা বসানো হয়। কিন্তু শুটিংয়ের মাঝে হঠাৎ ট্রেন আসায় দুর্ঘটনার শিকার হয় পুরো শুটিং ইউনিট।

ট্রেনের ধাক্কায় ক্রেনটি ছিটকে পড়ে বহুদূর। এতে ক্রেনে বসা প্রধান চিত্রগ্রাহক এম এ কাইয়ুম গুরুতর আহত হন। অন্যদিকে তাঁর সহকারী জয়ের পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়। প্রডাকশনের বেশ কয়েকজন ক্রেনের সঙ্গে বাড়ি খেয়ে আহত হন।

দুর্ঘটনার পরপরই শুটিং বন্ধ করে আহতদের ঢাকার পঙ্গু হাসপাতাল ও জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পরিচালক রাজু চৌধুরী জানান।

সুত্র: কালের কন্ঠ


১ টি মন্তব্য

মন্তব্য করুন