Select Page

দুর্ঘটনায় মারজান জেনিফা

দুর্ঘটনায় মারজান জেনিফা

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মারজান জেনিফা। মঙ্গলবার রাত পৌনে ১২টায় হাতিরঝিলের ১ নম্বর ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

জেনিফার গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁর গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে তাঁকে উদ্ধার করে।

এনটিভি অনলাইনকে জেনিফা বলেন, ‘আল্লাহ নিজের হাতে আমাকে রক্ষা করেছেন। পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। রাতেই আমাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার এক্স-রে করেছেন। প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন।’

গাড়িটি চালাচ্ছিলেন তার স্বামী জোবায়ের আলম। তিনিও আহত হয়েছেন। দুর্ঘটনার মূল কারণ ব্রেক ফেল বলে জানান জেনিফা।

২০১৬ সালে আলোচিত সিনেমা ‘মুসাফির’-এর মধ্যে জেনিফার বড়পর্দায় অভিষেক হয়। ওই সিনেমার প্রযোজক ছিলেন জোবায়ের। বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তির প্রস্তুতি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares