Select Page

দুর্ধর্ষ মিশনে রুবেল

দুর্ধর্ষ মিশনে রুবেল

rubel100_50624

ঢাকায় মার্শাল আর্টভিত্তিক সিনেমাকে জনপ্রিয় করেছেন রুবেল। সেখানেই তার একক আধিপত্য। শুধু অভিনয়ই নয়, পরিচালনা করেছেন মার্শাল আর্ট নির্ভর জনপ্রিয় কিছু সিনেমা।

কিছুদিন চলচ্চিত্র থেকে বিরতি নিলেও সম্প্রতি রুবেলের ফিরে আসা দর্শকদের ভেতর আগ্রহ সৃষ্টি করেছে। সেই আগ্রহকে আরো বাড়াতে রুবেল নিয়ে আসছেন ‘দুর্ধর্ষ মিশন’। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে তিনি নিজেই অভিনয় করবেন। নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে নবাগতা আফ্রি শেলিনা।

আরো অভিনয় করবেন জায়েদ খান, মিষ্টি জান্নাত, নবাগত অরন্য বাবু ও শিরিন শিলা।

কাস্টিং ও শুটিং প্রসঙ্গে রুবেল রাইজিংবিডিকে বলেন ‘‘আফ্রি শেলিনা, জায়েদ খান, অরন্য বাবু, শিরিন শিলা, ইলিয়াস কোবরা ও মিজু আহম্মেদ এরা আমার সিনেমার শিল্পী, আমি এটা জানি। সবার সঙ্গে চুক্তিপত্র দিয়ে কাজ করতে হয় না। কিছু কিছু লোকের সঙ্গে মৌখিক আলোচনাটাই বিশাল ব্যাপার। আমি যাদের বলেছি- তাদের মৌখিকভাবে শতভাগ নিশ্চিত কথা বলেছি। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে এ সিনেমার কাজ শুরু করব।’

সম্প্রতি রুবেলের মরণ নেশা সিনেমার দুই দিনের শুটিং হয়েছে।  বর্তমানে রুবেল ব্যস্ত আছেন মোস্তাফিজুর রহমান বাবুর নির্মিতব্য বিধ্বস্ত নিয়ে। এবং মুক্তির অপেক্ষায় রয়েছে ধ্বংস মানব।


মন্তব্য করুন