Select Page

দেখুন টিজার: রাজনীতি না করে ‘লিডার’ হওয়ার ফর্মুলা!

দেখুন টিজার: রাজনীতি না করে ‘লিডার’ হওয়ার ফর্মুলা!

রাজনীতির বিরুদ্ধে সংলাপ নিয়ে টিজারে প্রকাশ্যে হলো ‘লিডার আমিই বাংলাদেশ’। সিনেমাটি পরিচালনা করছেন তপু খান।

আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ হয়েছে প্রচার ভিডিওটি। সেখানে শাকিব খানকে বলতে শোনা যায়, ‘আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ গড়ে তুলতে যারা রাজনীতি না করেও একেকজন এক-একটা লিডার হবে।’

শুনতে খাপছাড়া এমন সংলাপের পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য দেলোয়ার হোসেন দিলের। এটা বোঝা যাচ্ছে, যে রাজনীতি গণমানুষের ভাগ্য বদলে দেয়, সেই রাজনীতি নিয়ে সমাজে অনেক ক্ষোভ রয়েছে।

টিজারে উল্লেখযোগ্যভাবে দেখার বা শোনার মতো কিছু নেই। গতানুগতিক শাকিব খানের সিনেমার মতো। অর্থাৎ, নতুন কোনো অবতার বা প্রতিশ্রুতি নেই। তবে ভক্তদের জন্য স্বস্তির বিষয় হলো, অনেক দিন পর তারা প্রিয় নায়ককে পুরোপুরি ফর্মুলামাফিক পেতে যাচ্ছেন।

দাম্পত্য জটিলতার মাঝে ‘লিডার আমিই বাংলাদেশ’-এর শুটিং শেষ করেন শাকিব খান ও শবনম বুবলি। প্রচার রয়েছে, এটিই হতে যাচ্ছে এই জুটির শেষ ছবি। টিজারে দুই তারকা ছাড়াও উপস্থিত ছিলেন মিশা সওদাগর ও শহীদুজ্জামান সেলিম। সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।


মন্তব্য করুন