Select Page

দেবাশীষের হাতে ৫ ছবি, শুরু-শেষ কবে?

দেবাশীষের হাতে ৫ ছবি, শুরু-শেষ কবে?

‘চল পালাই’ ফ্লপ হওয়ার সূত্রে প্রযোজকের তোপের মুখে পড়েছিলেন দেবাশীষ বিশ্বাস। সমালোচকদের প্রশংসাও পাননি তিনি।

প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ দিয়ে পরিচিতি পাওয়া এ নির্মাতার ট্র্যাকলিস্ট সুবিধার নয়। একের পর এক সিনেমার ঘোষণা আসে কিছুদিন পরপর।

এবার একসঙ্গে পাঁচ সিনেমার নাম দিলেন ফেসবুকে- শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, মন জ্বলে, তেজ, হিরোগিরি, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া।

এর মধ্যে প্রথম সিনেমা প্রযোজনা করছে আরটিভি। আশা করা হচ্ছে শিগগিরই শুরু হবে দৃশ্যায়ন।

বাকিগুলোর মধ্যে দুটির নাম কয়েক বছর ধরে শোনা যাচ্ছে। প্রশ্ন হলো এগুলোর ভাগ্যে কী আছো? নাকি নামেই শুধু চমক?


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares