Select Page

‘দেবী’র পোস্টারে চঞ্চল

‘দেবী’র পোস্টারে চঞ্চল

শনিবার শুরু হচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘দেবী’র শুটিং। এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসছে হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী। এ চরিত্রে চঞ্চল চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ায়  দর্শকের আগ্রহের শেষ নেই।

এ ঘটনা বুঝেই যেন গোপন রাখা হয়েছে শুটিং লোকেশন। তাই আপাতত ফাঁস হচ্ছে না চঞ্চলের লুক।

কিন্তু ভক্তরা থেমে থাকতে রাজি নন। নাট্য নির্মাতা সিমিত রায় অন্তর ডিজাইন করেছেন একটি ব্যতিক্রমী পোস্টার। যাতে মিসির আলী রূপে চঞ্চলকে দেখা যায়। আর এ নিয়ে ফেসবুকে চর্চাও হচ্ছে বেশ।

পোস্টারটি ফেসবুকে শেয়ার করে অন্তর লেখেন, ‘চরিত্রের জন্য এতটা ডেডিকেটেড অভিনেতা আমাদের খুব কমই আছে। তিনি চঞ্চল চৌধুরী।

চরিত্রের জন্য তিনি ন্যাড়া হয়েছেন, চুল দাঁড়ি বড় করেছেন, আর এবার যা করেছেন, তাতে রীতিমতো চমকে উঠেছি। যদিও ভাল লেগেছে, তার চেষ্টা দেখে। সত্যিকারের অভিনেতার কাজই তো এটা।

দেবীতে মিসির আলী চরিত্রে এবারো চমক নিয়ে আসছেন সবচেয়ে প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

কাল থেকে শুরু হচ্ছে দেবী’র শুটিং, নতুন ছবির জন্য অনেক অনেক শুভ কামনা দাদা।

আনঅফিসিয়াল এই পোস্টারটি শুধুমাত্র আপনাকে উৎসর্গ করে দাদা।’

‘দেবী’ পরিচালনা করছেন আনম বিশ্বাস। আরো অভিনয় করছেন জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ জাকের ও শবনম ফারিয়া।


মন্তব্য করুন