Select Page

‘দেয়ালের দেশ’ কি ‘নির্বাক’-এর নকল?

‘দেয়ালের দেশ’ কি ‘নির্বাক’-এর নকল?

কোনো ধরনের ঘোষণা ছাড়াই আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন মিশুক মনি। এরপর পোস্টারে ভীষণ চমকে দেয় ‘দেয়ালের দেশ’। এবার প্রথম প্রচার ভিডিও প্রকাশে একদম জমিয়ে দিল। এখন দেখার অপেক্ষা সিনেমা কতটা চমক দিতে পারে।

সিনেমার পূর্বাভাস প্রকাশিত হবে এমন ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতা মিশুক মনির। সেই ঘোষণা অনুযায়ী শনিবার (২৩ মার্চ) ঠিক চারটায় প্রকাশিত হলো শরিফুল রাজ ও শবনম বুবলির ৫৬ সেকেন্ডের ঝলক। যাতে আঁচ করা গেল সিনেমাটিতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। অন্যদিকে বুবলির চরিত্র এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব রহস্য অধরা।

এদিকে পোস্টার প্রকাশের পর থেকে গুঞ্জন রয়েছে কলকাতার নির্মাতার সৃজিত মুখার্জির আলোচিত সিনেমা ‘নির্বাক’-এর ছায়া রয়েছে ‘দেয়ালের দেশে’। ফোরটেস্ট প্রকাশের পরও সেই গুঞ্জন থামেনি। এত লোক বাংলাদেশে ‘নির্বাক’ দেখেছে বা সিনেমাটি সম্পর্কে জানে তাও অবাক হওয়ার বিষয়!

এ বিষয়ে একটি প্রচারনা পেজে নির্মাতা মিশুক মনি মুখ খুলেছেন। সেখানে তিনি জানান, ‘দেয়ালের দেশ’ ও ‘নির্বাক’ দুই সিনেমার মিল নেই। এছাড়া সিনেমাটির গল্প পড়েছেন এমন একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদুল ফিতরের সিনেমার মধ্যে যে কয়টির টিজার প্রকাশ হয়েছে তার আলোচনায় শীর্ষে রয়েছে ‌‘দেয়ালের দেশ’। ফোরটেস্টেও চিত্রায়ন, গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলির সাজ-অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবেতেই দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে।

সরকারি অনুদানের এ সিনেমায় আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।


মন্তব্য করুন